প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

দারুস সুন্নাহ নুরানী মাদরাসা ঝিনাইদহ। একটি ইসলামী সর্বকালের খালেছ দ্বীনি প্রতিষ্ঠান। ইসলামী শিক্ষার মূল উদ্দশ্য হচ্ছে- মানুষের মনুষ্যত্ব ও নৈতিকতাবোধ জাগ্রত করে ইবাদত নির্ভর জীবন পরিচালনা করার মাধ্যমে মহামহীম আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং পরবর্তীতে এই জীবন ব্যবস্থার দাওয়াত প্রতিটি মানুবকূলের নিকটে পৌঁছেয়ে দেওয়ার চেষ্টা করা ।
#মানবজীবনের সমস্যা সংকুল, নানাবিধ সমস্যা সংকুলন জীবনকে আলোকিত ও সহজ করার জন্য পথিবীতে বিভিন্ন সময়ে অসস্রো মতবাদ ও শিক্ষা ব্যবস্থার আবির্ভাব ঘটেছে। কিন্তু
মানুষের জীবনকে এ সমস্ত মতবাদ ও শিক্ষা ব্যবস্থা অধিক সহজ ও গতিশীল করলেও আলোকিত করতে পারেনি। কেননা বস্তুবাদী শিক্ষাব্যবস্থ প্রবল বাণিজ্যকীকরণ ও সম্পদ আহরণের প্রতিযোগিতামূলক প্রবণতা এবং ভোগ বিলাসের সমুদ্র তরঙ্গায়িত করলেও সুস্থ সামাজিকতা ও স্বর্গীয় পারিবারিক বন্ধন কে ভেঙ্গে চুরমার করে দিয়েছে।
আবার আধুনিক বস্তুবাদী শিক্ষাব্যবস্থা মানুষের কল্যাণের বহু শাখা -প্রশাখা এবং বিজ্ঞানের চরম উৎকর্ষ পৌঁছায়েছে , কিন্তু মানুষের আত্মার নিরব করূন চিৎকার রুদ্ধ করতে সক্ষম হয়নি।
#কিন্তু আল্লাহ -নববী শিক্ষাই একমাত্র শিক্ষা ব্যবস্থা, যাতে রয়েছে- সর্বকালে মানুষত্তের সকল সমস্যার সমাধান। সময়ের ক্লান্তি অন্ধকার অমাবস্যার এবং
সীমাহীন অজ্ঞতা ও নৈতিকতার চরম স্খলনের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই একটি বর্বর জাতী কে সোনার মানুষে পরিণত করেছিলেন। তাঁরই ধারা আমরা ঝিনাইদহ প্রাণকেন্দ্র
দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা নববী শিক্ষার ঐতিহাসিক সেই ধারাবাহিকতা রক্ষা করে এবং ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণের একটি প্রয়াস মাত্র।
একটি সমৃদ্ধ সভ্য জাতি গঠন করার জন্য প্রয়াজন একটি আল্লাহওয়ালা, মুহাক্কিক ও যুগসচেতন আলেম শ্রেণির। বাংলাদশে প্রতিষ্ঠিত হাজার হাজার কওমী মাদ্রাসার আদর্শিক কেন্দ্রীয় প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের এই যুগান্তকারী মিশন বাস্তবায়নের জন্য এই মাদ্রাসা মুসলিম জনসাধারণ কে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মহামহীম আল্লাহর কৃপায় অল্প সময়ে মাদ্রাসাটির গড়ে উঠছে এবং দ্বীন দরদী ভাই বোনদের মুগ্ধ ও আশান্বিত করছে । এই মাদ্রাাসার পাঠদান পদ্ধতি, পরিকল্পিত সিলেবাস, পরিবেশ, ছাত্রদের আদব-লেহাজ, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জাতীয় বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষাগুলোতে ছাত্রদের ধারাবাহিক সাফল্য ইত্যাদি দেখে অভিভাবকমন্ডলী, সুধীসমাজ ও বুযুর্গানে দ্বীন সন্তুষ্টি প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ।

সভাপতির বাণী

image-not-found

মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। এমনিই ভাবেই দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানে সু-গভীর ও বিদ্যানুরাগী মাওলানা মোঃ সেলিম উদ্দিন সাহেবও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায়, ঝিনাইদহ জেলায় শহিদ মশিউর রহমান সড়ক কাঞ্চন পুর ঝিনাইদহ সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ২০১৮খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন দারুস সুন্নাহ নূরানী মাদরাসা । সঠিক ধর্মীয়, নৈতিক শিক্ষা ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি ২০১৮ উন্নিত হয়েছে। আল্লাহ তা’য়ালা এই প্রতিষ্ঠানটিকে সঠিক ইসলাম ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার মারকায হিসাবে কবুল করে নিন। আমিন!!!

মুহতামিমের বাণী

image-not-found

একটি ইসলামী সর্বকালের খালেছ দ্বীনি প্রতিষ্ঠান। ইসলামী শিক্ষার মূল উদ্দশ্য হচ্ছে- মানুষের মনুষ্যত্ব ও নৈতিকতাবোধ জাগ্রত করে ইবাদত নির্ভর জীবন পরিচালনা করার মাধ্যমে মহামহীম আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং পরবর্তীতে এই জীবন ব্যবস্থার দাওয়াত প্রতিটি মানুবকূলের নিকটে পৌঁছেয়ে দেওয়ার চেষ্টা করা ।
#মানবজীবনের সমস্যা সংকুল, নানাবিধ সমস্যা সংকুলন জীবনকে আলোকিত ও সহজ করার জন্য পথিবীতে বিভিন্ন সময়ে অসস্রো মতবাদ ও শিক্ষা ব্যবস্থার আবির্ভাব ঘটেছে। কিন্তু
মানুষের জীবনকে এ সমস্ত মতবাদ ও শিক্ষা ব্যবস্থা অধিক সহজ ও গতিশীল করলেও আলোকিত করতে পারেনি। কেননা বস্তুবাদী শিক্ষাব্যবস্থ প্রবল বাণিজ্যকীকরণ ও সম্পদ আহরণের প্রতিযোগিতামূলক প্রবণতা এবং ভোগ বিলাসের সমুদ্র তরঙ্গায়িত করলেও সুস্থ সামাজিকতা ও স্বর্গীয় পারিবারিক বন্ধন কে ভেঙ্গে চুরমার করে দিয়েছে।

#আবার আধুনিক বস্তুবাদী শিক্ষাব্যবস্থা মানুষের কল্যাণের বহু শাখা -প্রশাখা এবং বিজ্ঞানের চরম উৎকর্ষ পৌঁছায়েছে , কিন্তু মানুষের আত্মার নিরব করূন চিৎকার রুদ্ধ করতে সক্ষম হয়নি।
#কিন্তু আল্লাহ -নববী শিক্ষাই একমাত্র শিক্ষা ব্যবস্থা, যাতে রয়েছে- সর্বকালে মানুষত্তের সকল সমস্যার সমাধান। সময়ের ক্লান্তি অন্ধকার অমাবস্যার এবং
সীমাহীন অজ্ঞতা ও নৈতিকতার চরম স্খলনের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই একটি বর্বর জাতী কে সোনার মানুষে পরিণত করেছিলেন। তাঁরই ধারা আমরা ঝিনাইদহ প্রাণকেন্দ্র
দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা নববী শিক্ষার ঐতিহাসিক সেই ধারাবাহিকতা রক্ষা করে এবং ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণের একটি প্রয়াস মাত্র।
#একটি সমৃদ্ধ সভ্য জাতি গঠন করার জন্য প্রয়াজন একটি আল্লাহওয়ালা, মুহাক্কিক ও যুগসচেতন আলেম শ্রেণির। বাংলাদশে প্রতিষ্ঠিত হাজার হাজার কওমী মাদ্রাসার আদর্শিক কেন্দ্রীয় প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের এই যুগান্তকারী মিশন বাস্তবায়নের জন্য এই মাদ্রাসা মুসলিম জনসাধারণ কে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

#মহামহীম আল্লাহর কৃপায় অল্প সময়ে মাদ্রাসাটির গড়ে উঠছে এবং দ্বীন দরদী ভাই বোনদের মুগ্ধ ও আশান্বিত করছে ।
#,এই মাদ্রাাসার পাঠদান পদ্ধতি, পরিকল্পিত সিলেবাস, পরিবেশ, ছাত্রদের আদব-লেহাজ, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জাতীয় বোর্ডের কেন্দ্রীয় পরিক্ষাগুলোতে ছাত্রদের ধারাবাহিক সাফল্য ইত্যাদি দেখে অভিভাবকমন্ডলী, সুধীসমাজ ও বুযুর্গানে দ্বীন সন্তুষ্টি প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ।

♥প্রতিষ্ঠাতা মুহতামিম♥

হযরত মাওলানা সেলিম উদ্দিন দা: বা:
(দাওরায়ে হাদীস ও তাফসীর- দারুল উলুম হাটহাজারী )

প্রতিষ্ঠা সন: ১৪৩৯হিজরী/২০১৮ইং।

♥শিক্ষা বোর্ড♥

♦বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড -বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (রেজিস্ট্রেশন নং৫/৩৩৪৯)
♦ নুরানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ (রেজিস্ট্রশন নং-৪৯০১)


♥শিক্ষাস্তর♥

♦ নুরানী বিভাগ- শিশু শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত।
♦কিতাব বিভাগ- ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণী (শরহে বেকায়া জামাত) পর্যন্ত।
♦হাফিজ কুরআন ও স্কুল থেকে আসা ছাত্রদের জন্য ৫ম শ্রেণি সমমান- বিশেষ শ্রেণি।
♦হিফজুল কুরআন বিভাগ।

♥শিক্ষা সিলেবাস♥

কওমী মাদ্রাসাসমূহের কেন্দ্রীয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের ঐতিহ্যিক শিক্ষা সিলেবাস পূর্ণ অক্ষুণ্ন রেখে আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাসের সাথে আধুনিক শিক্ষার প্রয়োজনীয় ও পরিকল্পিত সমন্বয় করা হয়েছে। এ ক্ষেত্রে আমাদের দৃষ্টি ভঙ্গি হচ্ছে- আমরা মনে করি, দ্বীনের বহুমুখি ও বহুল প্রচার- প্রসার, দ্বীনের উপর আরোপিত আধুনিক পদ্ধতির মাধ্যম- তথা তথ্য-প্রযুক্তির আগ্রাসন মোকাবেলা করা এবং একজন আলেমের ব্যক্তিগত জীবন প্রবাহে বর্তমান সমাজের মূল স্রোতের সাথে নিজেকে শক্তির সাথে ধরে রাখার জন্য কুরআন-হাদীসে ব্যুৎপত্তি অর্জনের পাশাপাশি আধুনিক জাগতিক শিক্ষার মৌলিক জ্ঞান অর্জন করাও জরুরী। এ লক্ষে আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাসে প্রাথমিক স্তর থেকে নিয়ে পর্যায়ক্রমে জেনারেল শিক্ষার ১০ম শ্রেণি সমমানের বাংলা, গণিত, ইংরেজী, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়গুলোর পরিকল্পিত সমন্বয় করা হয়েছে।

♥শিক্ষা সিলেবাসের বিষয়সূচী♥

১/কুরআন মাজীদ ও তাজবীদুল কুরআন (ইলমুল কিরাআহ)
২/হাদীস শরীফ
৩/ইসলামী ফিক্হ
৪/আরবী ভাষা ও সাহিত্য
৫/সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
৬/কুরআন তরজমা ও তাফসীর
৭/উলুমুল কুরআন- কুরআন অধ্যয়নের মূলনীতি
৮/উলুমুল হাদীস- হাদীস অধ্যয়নের মূলনীতি
৯/উলুমুল ফিকহ- ফিকাহ শাস্ত্র অধ্যয়নের মূলনীতি
১০/মানতেক-তর্ক শাস্ত্র
১১/ইলমুল কালাম- আকায়েদ শাস্ত্র
১২/ইলমুল বালাগাহ্- আরবী অলংকার শাস্ত্র
১৩/বাংলা সাহিত্য ও ব্যাকরণ (১০ম শ্রেণী সমমান)
১৪/গণিত (১০ম শ্রেণি সমমান)
১৫/ইংরেজী সাহিত্য ও গ্রামার (১০ম শ্রেণি সমমান)
১৬/সাধারণ ও ইসলামী ইতিহাস
১৭/ভূগোল ও সমাজ (১০ম শ্রেণি সমমান)
১৮/বিজ্ঞান (১০ম শ্রেণি সমমান)
১৯/কম্পিউটার (থিউরিক্যাল ও প্র্যাক্টিক্যাল, বেসিক প্রোগ্রাম্স ও গ্রাফিক্স ডিজাইন)
২০/উর্দু ভাষা ও সাহিত্য
২১/হিফজুল হাদীস
২২/পৌরনীতি (উচ্চমাধ্যমিক স্তরে)
২৩/অর্থনীতি(ইসলাম ও প্রচলিত, উচ্চমাধ্যমিক স্তরে)
২৪/রাষ্ট্রবিজ্ঞান (স্নাতক স্তরে)

♥ভর্তি সংক্রান্ত তথ্য♥

ভর্তি ফরম: ও আইডি কাড ২০০/=
ভর্তি ফি:১৫০০/= (যাবতীয় এককালীন সহ)
বেতন কার্ড: ২০/=
প্লে- নার্সারি ৭০০/=
প্রথম শ্রেণি৮০০/=
দ্বিতীয় শ্রেণি ৮০০/=
তৃতীয় শ্রেণি ৮০০/=
চতুর্থ শ্রেণি ৮০০/=
পঞ্চম শ্রেণি ৮০০/=
কিতাব বিভাগে ১২০০/=
মাসিক বেতন (হিফজ বিভাগ):১৫০০/=
মাসিক বেতন (অন্যান্য বিভাগ):১৫০০/=
মাসিক ৩ বেলা খাদ্য বিল:৩০০০/=
এতিম অসহায় মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড় আছে।
খাবার রুটিন:

প্রতিদিন সকাল- ভাত, ডাল, ভাজি/আলু ভর্তা/সবজি
প্রতিদিন দুপুর- ভাত, ডাল, মাছ/ডিম(সপ্তাহে ১ দিন)/গরুর গোশত(সপ্তাহে ১ দিন)/মোরগের গোশত(সপ্তাহে ১ দিন)
প্রতিদিন রাত- ভাত, ডাল, সবজি/ভাজি/মুড়িঘন্ট(সপ্তাহে ১ দিন)/আলু ভর্তা(সপ্তাহে ১ দিন)/মাছ(সপ্তাহে ১ দিন)/
(মৌসুমের পরিবর্তনে রুটিন পরিবর্তনযোগ্য)

প্রতি বৎসর নতুন ছাত্র ভর্তির তারিখ: ৮ শাওয়াল (ঈদুল ফিতরর ৭ দিন পর) থেকে ১৭ শাওয়াল পর্যন্ত।
নুরানী কিন্ডারগার্টেন ১ ই ডিসেম্বর
ভর্তির সময় যা যা লাগবে:

♦নির্ধারিত অভিভাবক
♦জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি
♦২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
♦রক্তের গ্রুপ পরিক্ষার প্রমাণপত্র।
♦পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র/বার্ষিক পরিক্ষার নাম্বারপত্র।

ভর্তির পর:

♦ছেলে :২ সেট ইস কালারের জুব্বা অথবা পাজামা-পাঞ্জাবী, মেয়ে ইস কালারের ফ্রক, সাদা রঙের স্যালোয়ার এবং সাদা স্কার্ফ।
♦সাদা ২টি টুপি
♦দেড় হাত প্রস্থ বিছানা, মশারী, ১ টি প্লেইট, ♦মিসওয়াক, ব্রাশ, গ্লাস, বই, খাতা ইত্যাদি প্রয়াজনীয় জিনিস।

বিশেষ জ্ঞাতব্য:

ক) ভর্তিচ্ছু নতুন ছাত্র কে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) যে শ্রেণিতে ভর্তির আবেদন করা হবে, সে শ্রণির ভর্তি পরিক্ষায় পূর্বের শ্রেণির মৌলিক বিষয়ের লিখিত ও মৌখিক পরিক্ষা নেয়া হবে।
গ) আসন সংখ্যা বাকি থাকার শর্তে নতুন ছাত্র ভর্তি নেয়া হবে।
ঘ) কেবল ৩য় শ্রেণি পর্যন্ত অনাবাসিক ছাত্রী ভর্তি নেয়া হবে।
ঙ) মনোযোগী, পরিশ্রমী, দ্বীনী ইলম ও শিক্ষা-দীক্ষা অর্জনে নিবেদিত প্রাণ ছাত্রদের ভর্তির আহবান করা যাচ্ছে।
চ) কেবল নুরানী ২য় শ্রেণির ছাত্র অনাবাসিক হিসেবে ভর্তি হতে পারবে। ৩য় শ্রেণি থেকে সর্বোচ্চ শ্রেণি পর্যন্ত ছাত্রদের জন্য মাদ্রাসায় থাকা আবশ্যক।
ছ) জানুয়ারী মাসে স্কুল থেকে আসা ছাত্রদের ভর্তি নেয়া হয় এবং বিশষ ব্যবস্থায় পড়িয়ে পরবর্তী বৎসর উপযুক্ত শ্রেণিতে ভর্তি করা হয়।

পবিত্র রমজানুল মুবারক মাসে আমাদের কর্মসূচী:

১৫ ই ডিসেম্বর থেকে তালিমুল কুরআন বোডের বাংলা, ইংরেজি আরবি মোয়াল্লীম প্রশিক্ষণ দেওয়া হয়।
♥ নাহু-ছরফ এর প্রশিক্ষণ।
♥ ইংরেজী ও আরবী ভাষার প্রশিক্ষণ কেন্দ্র।

আমাদর মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্যাবলী ও শিক্ষা-দীক্ষা সংক্রান্ত মৌলিক কিছু কর্মসূচী:

♦প্রতি সাময়িক ও বার্ষিক পরিক্ষার পূর্বে একটি করে মাসিক পরিক্ষা নেয়া হয়।
♦মৌলিক বিষয়ের ক্লাসে দিনে একাধিকবার করানো হয়।
♦দুর্বল ছাত্রদের চি‎হ্নিত করে অতিরিক্ত সময় দিয়ে উপযোগি করানো চেষ্টা করা হয়।
♦বোর্ড পরিক্ষার অন্তর্ভূক্ত শ্রেণিগুলোতে পরিক্ষার পূর্বে একাধিক মডেল টেস্ট নেয়া হয়।
♦কেন্দ্রীয় ও মাদ্রাসার পরিক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের এবং সারা বছর ক্লাসে উপস্থিত ছাত্রদের পুরস্কৃত করা হয়।
♦বাংলা, আরবী, উর্দু ও ইংরেজী হস্তাক্ষর সুন্দর করার প্রশিক্ষণ দেয়া হয়।
♦বাংলা, আরবী ও ইংরেজী ভাষার বক্তৃতা প্রশিক্ষণ।
♦আরবী ও ইংরেজী ভাষার কথোপকথন ও বিতর্ক প্রশিক্ষণ।
♦সাহিত্য, উপস্থাপনা, আবৃত্তি ও হামদ-নাত প্রশিক্ষণ।
♦বৎসরে তিনটি উন্মুক্ত শিক্ষা পরামর্শ সভা।
♦প্রতি মাস ১ টি বিষয় ভিত্তিক তারবিয়তী জলসা।
♦বিভিন্ন ইসলামী দিবস ও জাতীয় দিবস কেন্দ্রিক মুহাদারা- আলোচনা সভা’র আয়োজন করা হয়।
♦আবশ্যিকভাবে কম্পিউটার প্রশিক্ষণ।
♦বৎসরে ১ টি শিক্ষা সফর।
♦দাওয়াত ও তাবলিগের প্রশিক্ষণ।
♦তিন ভাষার দেয়ালিকা প্রকাশ।
♦হিফজ বিভাগে আন্তর্জাতিক মানের তেলাওয়াত, হদর এর প্রশিক্ষণ ও হিফজুল কুরআনের বিভিন্ন প্রতিযাগিতায় অংশ গ্রহণ।
♦নির্ধারিত দারুল ইকামা/তত্ত্বাবধায়ক শিক্ষকদের মাধ্যমে ২৪ ঘন্টার সুনির্ধারিত রুটিনের মধ্য দিয়ে ♦ছাত্রদের কে পূর্ণ সুন্নতের উপর পাবন্দ হতে কড়া নজরদারী করা হয়।
♦কোলাহল থেকে দূরে, প্রাকৃতিক পরিবেশে পড়া-শোনা ও স্বাস্থ্যসম্মত থাকা-খাওয়া।
♦শরিয়ত সম্মত বিনোদন ও খেলা-ধূলার ব্যবস্থা।

♦ভবিষ্যৎ পরিকল্পনা♦

শিক্ষা ক্ষেত্রে:

বর্তমান শিক্ষাবর্ষ- (২০১৮-২০১৯) হিফজ বিভাগ সহ শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি (শরহে বেকায়া জামাত) পর্যন্ত রয়েছে।
পর্যায়ক্রমে সর্বোচ্চ শিক্ষাস্তর দাওরায়ে হাদীস পর্যন্ত চালু করা হবে ইনশাআল্লাহ। এ ছাড়া দাওরায়ে হাদীসের পর নিম্নোক্ত তাখাস্সুস ক্লাস তথা উচ্চতর বিভাগগুলো চালু করা হবে।
♦ তাফসীর বিভাগ।
♦ ইফতা বিভাগ
♦আদব বা আরবী সাহিত্য বিভাগ।
♦উচ্চতর দাওয়াহ্ বিভাগ।

বর্তমান নিজেস ক্যাম্পাস নেই, ভাড়ায় চালিত।

♥গোজারিশ♥

##দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা ঝিনাইদহ। একটি সুশিক্ষিত, আল্লাহমুখি, মুহাক্কিক দা’য়ী উলামা উম্মাহ গঠণে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। দারুস সুন্নাহ নূরানী মাদরাসা একটি নিখুঁত দ্বীনী আন্দোলন ও ইসলামী শিক্ষা বিপ্লবের নাম। আমাদর নানাবিধ দ্বীনী শিক্ষামূলক কর্মসূচী বাস্তবায়নে আপনার আন্তরিক দুআ নি:স্বার্থ দান- অনুদান এই বিপ্লবকে আরো বেগবান গতিশীল করবে এবং পরকালে নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ।

###আমাদর নিম্নোক্ত ফান্ডগুলোতে দান করে আপনি দ্বীনী কাজে শরিক থাকতে পারেন।

১/ মাদ্রাসার শিক্ষক-স্টাফ বেতন, সংস্কার কাজ, বিল্ডিং নির্মাণ ইত্যাদির জন্য- জেনারেল ফান্ড।
২/ দরিদ্র এয়াতীম ছাত্রদের থাকা-খাওয়া এবং পড়া শোনার খরচ চালানোর জন্য দরিদ্র ফান্ড।
৩/ কুতুব খানা বা লাইব্ররী ফান্ড।
৪/ অনাথ, দুস্থ ও বিধবা নারীদের সাহায্যের জন্য মানব সেবা বিভাগ।
৫/ বাৎসরিক কমপক্ষে ১০০০/= চাঁদা দিয়ে ৩১৩ জন বদরী কমিটির সম্মানজনক সদস্য পদ লাভ করে মাদ্রাসার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

এ সকল ফান্ড সমূহে আপনি এককালীন, সাপ্তাহিক, মাসিক কিংবা বাৎসরিক ভিত্তিতে দান করতে পারেন।

বিস্তারিত যোগাযোগ দারুস সুন্নাহ নুরানী মাদরাসা ঝিনাইদহ, শহিদ মশিউর রহমান সড়ক, কাঞ্চন পুর ঝিনাইদহ।

মাওলানা মোঃ সেলিম উদ্দিন +৮৮০১৭২৩৩৩৩২৯০/+৮৮০১৮৮০০৬২৯৬০

বিকাশ নাম্বার: ০১৯১৫৮৮৭৮৫১
Darussunnah Noorani Madrasa
Account ID 0112008663252
Atim o lillah tohobil Darussunnah
Account ID 01120087177261
এক্সিম ব্যাংক ঝিনাইদহ শাখা।
একাউট নাম্বার মো সেলিম উদ্দিন
সঞ্চয়ী হিসাব নং-৩৫৯৬৬ ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:ঝিনাইদহ শাখা।